Header Ads

প্রচলিত ভুল

 

একটি ভুল উচ্চারণ
মারদাসা-মরজিদ




মাদরাসামসজিদ এগুলো আরবী শব্দ। অধিকাংশ মানুষ সঠিক উচ্চারণই করেন। কিন্তু কিছু মানুষকে দেখা যায়তারা মাদরাসা শব্দটি উচ্চারণ করেন এভাবে- ‘মারদাসা’ (আগে ’ পরে । এটি ভুল। সঠিক উচ্চারণ হল, ‘মাদরাসা’ (আগে ’ পরে ’)। এর আরবী রূপ হল- مَدْرَسَة

আবার কাউকে কাউকে দেখা যায় মসজিদ শব্দটি উচ্চারণ করেন এভাবে- ‘মরজিদ। মাদরাসা শব্দে তো কেবল অক্ষর আগে-পরে করে কিন্তু এখানে দেখা যাচ্ছেমসজিদ শব্দের ’ (বা সীন)-কে ’ বানিয়ে দিয়েছে। সম্ভবত যারা মারদাসা’ উচ্চারণ করে তারাই মাদরাসা শব্দের সাথে মিল রেখে (’-এর পর ’) ‘মরজিদ’ বলেন। এছাড়া এ উচ্চারণের আর কী হেতু হতে পারে।

যাইহোকমরজিদ উচ্চারণ ভুল। সঠিক উচ্চারণ হল- ‘মসজিদ’ বা মাসজিদ। এর আরবী রূপ- مَسْجِد

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.